
ডেস্ক নিউজ : শুক্রবার (৩ জানুয়ারি) ভোররাত থেকে কুয়াশার প্রকোপ থাকায় সালাম এয়ারের একটি ফ্লাইট ও ইউএস-বাংলা এয়ারলাইরসের একটি ফ্লাইট কলকাতায় ডাইভার্ট হয়ে যায়।
ফ্লাইট দুটি যথাক্রমে ভোর ৪টা ৪০ মিনিট ও সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল। এদিকে রাত ১২টার পর বিমান, ইউএস-বাংলা ও স্কাই আপের ৩টি আন্তর্জাতিক ফ্লাইট প্রায় ৩ ঘণ্টা দেরিতে অবতরণ করে।
প্রভাব পড়ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেশিরভাগ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলোতেও। দুপুর পর্যন্ত আধা ঘণ্টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে ছাড়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যের ফ্লাইট।
কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:১২