ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের সঙ্গে প্রথমবারের মতো যোগাযোগ করল যুক্তরাষ্ট্র

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ - ১০:২৪:৫০ এএম

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা হারানোর পর প্রথমবারের মতো বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস)-এর সঙ্গে যোগাযোগ করেছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোষ্ঠীটিকে সিরিয়ায় ‘অন্তর্ভুক্তিমূলক অন্তর্বর্তী সরকার’ গঠনের আহ্বান জানানো হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দুইজন মার্কিন কর্মকর্তা ও একজন কংগ্রেসীয় সহকারীর বরাতে এই তথ্য জানানো হয়েছে।  

এইচটিএস একসময় আল-কায়েদার সঙ্গে জোটবদ্ধ ছিল এবং যুক্তরাষ্ট্রে  সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। তুরস্কসহ মধ্যপ্রাচ্যের মিত্রদের সহযোগিতায় যুক্তরাষ্ট্র এইচটিএসের সঙ্গে এই আলোচনায় অংশ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, তারা মনে করে অন্তর্বর্তী সরকার এমন একটি প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হওয়া উচিত, যা সিরিয়ার জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করবে। তারা এটাও স্পষ্ট করেছে যে, কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া এইচটিএস নেতৃত্ব গ্রহণ করলে তা সমর্থন পাবে না।   

কিন্তু বার্তাটি সরাসরি দেওয়া হয়েছে, না কি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে পাঠানো হয়েছে, তা নিশ্চিত করেনি সংশ্লিষ্ট সূত্র। একই সঙ্গে হোয়াইট হাউস নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমের সঙ্গেও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। 

এদিকে নতুন দামেস্ক প্রশাসন দেশটির জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছে। দামেস্কের রাজনৈতিক বিষয়ক দপ্তরের এক মুখপাত্র আল জাজিরাকে বলেন, সিরিয়াকে এগিয়ে নিতে দেশের সব মানুষের প্রচেষ্টা প্রয়োজন। আসাদ সরকারের পতনের পর দেশটির নতুন প্রশাসন ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ার আহ্বান জানিয়েছে।  

সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে এ ধরনের আলোচনা দেশটির জনগণের জন্য একটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। 

কিউটিভি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:২৪

▎সর্বশেষ

ad