ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই: শশী থারুর

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০৩:৫৫:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর আহ্বানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সোমবার তিনি ভারতের কেন্দ্র সরকারকে এই প্রস্তাব দিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ শান্তিরক্ষী প্রয়োজন।  

তবে, কংগ্রেস নেতা এবং সাবেক কূটনীতিক শশী থারুর মমতার প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা মমতা বোঝেন কিনা, আমি নিশ্চিত নই।  

মঙ্গলবার ভারতের বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো দেশে পাঠানোর নিয়ম খুব স্পষ্ট। এটি কেবল তখনই সম্ভব, যখন সংশ্লিষ্ট দেশের সরকার নিজেই তা চায়।  

থারুর এক সময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে আন্তর্জাতিক অনুমতি এবং দেশীয় চাহিদার সমন্বয় জরুরি। মমতার এই আহ্বান বাস্তবতার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।  

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো সম্ভব নয়, যদি না বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। 

মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু মহল বিষয়টিকে আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম-নীতি সম্পর্কে অসচেতনতার ফলাফল হিসেবে দেখছে, অন্যরা মনে করছে এটি শুধুমাত্র রাজনৈতিক অবস্থান প্রকাশের চেষ্টা।

 

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

▎সর্বশেষ

ad