
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী : নরসিংদীর পলাশে সিরাজুল হক (৭৭) নামে এক বৃদ্ধকে কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। গুরুতর আহত সিরাজুল হক উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃআনিসুর রহমানের পিতা। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ঘোড়াশাল সাদ্দাম বাজার থেকে অটোরিকশায় করে পাইকসা গ্রামের নিজ বাড়ির সামনে আসেন সিরাজুল হক।এসময় আগে থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা প্রেরন করেন।ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: ইউসুফ বলেন,খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউটিভি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫৭





