ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

টেস্টে সর্বকালের সেরা ২০ ব্যাটারের তালিকায় জো রুট

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৮:০০:৪৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে তিনি দারুণ ব্যাটিং করেছেন। টেস্টে এক ইনিংসে ২৬২ রানই রুটের ক্যারিয়ারসেরা। এই ইনিংসের পরই র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই ইংলিশ ক্রিকেটারের। রুটের বর্তমান রেটিং পয়েন্ট ৯৩২। এর আগে তার রেটিং ছিল ৯২৩। পাকিস্তানের বিপক্ষে চাপের মুখে দারুণ ব্যাটিং করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই ক্রিকেটার। 

 আইসিসির সর্বশেষ র‌্যাঙ্কিংয়েং সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের তালিকায় রুট জায়গা পেয়েছেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, লেন হাটনদের মতো কিংবদন্তীদের পাশে। টেস্ট ইতিহাসে রুটের আগে আছেন মাত্র ১৬ জন ক্রিকেটার। বর্তমান খেলোয়াড়দের মধ্যে রুটের উপরে আছেন বিরাট কোহলি। ৯৩৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় ১২ নম্বরে আছেন ভারতীয় এই ব্যাটার। 
 
সর্বকালের সেরা টেস্ট ব্যাটারদের মধ্যে তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যান। তার রেটিং পয়েন্ট ৯৬১। ৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশি ক্রিটেকার স্টিভ স্মিথ। তৃতীয় আছেন ইংলিশ ক্রিকেটার লেন হাটেন, তার রেটিং ৯৪৫। 

অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এই তালিকায় আছেন চতুর্থ স্থানে, তার রেটিং পয়েন্ট ৯৪২। ইংলিশ তারকা জ্যাক হোবস আছেন ৫ম স্থানে। ৯৪২ রেটিং পয়েন্ট পিটার মে আছেন তালিকার ষষ্ঠ স্থানে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গ্যারি সোবার্সের সর্বোচ্চ রেটিং ৯৩৮। অপর এক ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসেরও সর্বোচ্চ রেটিং ৯৩৮। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারারও সর্বোচ্চ রেটিং ৯৩৮। ৯৩২ রেটিং পয়েন্ট এই তালিকায় ১৭ নম্বরে আছেন জো রুট। 

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad