তুরস্কে এরদোগানের বিরুদ্ধে নারীরা বিক্ষোভ করছেন কেন?

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৭:৫৫:০২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে নারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির শতাধিক নারী। সর্বশেষ ইস্তাম্বুলে দুই নারীকে হত্যার প্রতিবাদে শনিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইস্তাম্বুলে জড়ো হওয়া শতাধিক বিক্ষোভকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এবং তার দল একেপি পার্টির নিন্দা করে স্লোগান দেন বলে এএফপি জানিয়েছে।  

বিক্ষোভে আয়োজকদের একজন গুনেস ফাদিমে আকসাহিন বলেন, আপনি (এরদোগান) এমন সরকার, যারা তরুণীদের খুন হতে দেয়। এদিন গুলিজার সেজার নামের একজন নারী সমাবেশে বক্তব্য দেন। গুলিজারের মেয়ে খুন হয়েছেন। গত জুনে তার মেয়ের মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি কার্পেটে মুড়িয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল।

তুরস্কজুড়ে এক সপ্তাহ ধরে প্রতিদিন এ ধরনের বিক্ষোভ হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। ইস্তাম্বুল ছাড়াও রাজধানী আঙ্কারা এবং তুরস্কের আরেক বড় নগর ইজমিরে বিক্ষোভ হয়েছে। নারী অধিকারবিষয়ক একটি সংগঠন বিক্ষোভের ছবি পোস্ট করেছে।

এক রাতে দুই তরুণীকে হত্যার অভিযোগে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। গত সপ্তাহে ওই ব্যক্তি আত্মহত্যা করেন। প্রেসিডেন্ট এরদোগান (খুনের ঘটনার জন্য) প্রাথমিকভাবে মদ ও সামাজিক যোগাযোগমাধ্যমকে দায়ী করেছিলেন। গত বুধবার তিনি বিচারব্যবস্থা আরও দৃঢ় করার এবং অপরাধ দমনে আরও কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

▎সর্বশেষ

ad