পাকিস্তানে এসসিও সম্মেলনে যোগ দিয়ে কী বললেন জয়শঙ্কর?

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৪:১৪:৫৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০১৫ সালে সুষমা স্বরাজের সফরের পর এই প্রথম পাকিস্তান সফরে গেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সন্ত্রাস, চরমপন্থা এবং বিচ্ছিন্নতাবাদকে ‘থ্রি ইভিলস’ বলে অভিহিত করেন তিনি।

জয়শঙ্কর বলেন, ‘দেশগুলোর মধ্যে সহযোগিতা প্রকৃত অংশীদারিত্বের ভিত্তিতে নির্মিত হয়, একতরফা এজেন্ডায় নয়।’করোনা মহামারিসহ হামাস-ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন, বৈশ্বিক সম্পর্কের কঠিন সময়ে এ সম্মেলন হলো। বর্তমানে বিভিন্ন ধরনের ব্যাঘাত ঘটেছে– চরম জলবায়ু থেকে শুরু করে সাপ্লাই চেইনের অনিশ্চয়তা, আর্থিক অস্থিরতা – প্রবৃদ্ধি এবং উন্নয়ন। বর্তমানে ঋণ একটি গুরুতর উদ্বেগের বিষয়। এমনকি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বিশ্ব পিছিয়ে পড়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ সময় সংঘাত প্রতিরোধের জন্য বহুমুখী আঞ্চলিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।মঙ্গলবার (১৫ অক্টোবর) দুই দিনের পাকিস্তান সফরে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেসে পৌঁছান জয়শঙ্কর। সেখানে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ইলিয়াস মেহমুদ নিজামি স্বাগত জানান। ঐতিহ্যবাহী পোশাক পরিহিত শিশুরা তাকে ফুলের তোড়া উপহার দেয়। পরে, বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীদের জন্য আয়োজিত একটি নৈশভোজের অনুষ্ঠানে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। 

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১৪

▎সর্বশেষ

ad