ফিলিস্তিনি সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র-কানাডা

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৪:১৩:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (১৫ অক্টোবর) এক বিবৃতিতে মার্কিন অর্থ বিভাগ জানিয়েছে, ‘সামিদুন’ আন্তর্জাতিকভাবে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) জন্য তহবিল সংগ্রহ করে। একে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে।

অর্থ বিভাগের কর্মকর্তা ব্র্যাডলি স্মিথ বিবৃতিতে বলেন, ‘সামিদুন’র মতো সংস্থাগুলো মানবিক সহায়তা প্রদানের দাবি করে প্রতারণার আশ্রয় নেয়। কিন্তু বাস্তবে সেই তহবিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন করার জন্য ব্যবহৃত হয়। কানাডা সরকারের সঙ্গে সমন্বয় করে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মঙ্গলবার ‘সামিদুন’কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে কানডা।
 
কানাডা বলেছে, এই গ্রুপটির পিএফএলপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এটি পিএফএলপির স্বার্থকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পিএফএলপিকে কানাডাও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ‘সামিদুন’। যদিও অনেক আগ থেকেই উত্তর আমেরিকা এবং ইউরোপজুড়ে ইসরায়েলপন্থি গ্রুপগুলো সামিদুনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার জন্য চাপ দিয়ে আসছে।

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad