ইসরাইলকে দ্রুত সামরিক অভিযান বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১১:৩৩:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল। ইসরাইলে ইহুদিদের ধর্মীয় উৎসব ‘ইয়োম কাপুরের’ দিন হিজবুল্লাহ তিনশতাধিক রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর এই আহ্বান জানানো হয়।

ইসরাইলি সামরিক বাহিনী দাবি করছে, যোদ্ধাদের স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করছে হিজবুল্লাহ। জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরাইল।
 
শনিবার সকালে পেন্টাগনের একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে আলোচনায় ‘যত দ্রুত সম্ভব সামরিক অভিযান বন্ধ করে কূটনৈতিক পথে আসার’ আহ্বান জানিয়েছেন।
 
ওই বিবৃতিতে আরও বলা হয়, লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের অবস্থানে ইসরাইলি হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন অস্টিন। এ সময় শান্তিরক্ষী ও লেবানিজ আর্মির নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে জোর দেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩২

▎সর্বশেষ

ad