ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

এবারের পূজা বিশেষ আনন্দে রূপ নিয়েছে

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১১:২০:২১ পিএম

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবার দুর্গাপূজার আনন্দ বিশেষ আনন্দে পরিণত হয়েছে। দেশজুড়ে যেটা সবাই উপভোগ করছে। এ আনন্দ আরেকটু বেড়ে গেল এজন্য, একদম নির্বিঘ্ন্নে সব জায়গায় পূজার অনুষ্ঠান হচ্ছে।

সবাই চেষ্টা করেছে, কোনোরকম দুর্ঘটনা যাতে না ঘটে, কোনো আতঙ্কজনক পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। এজন্য সরকার এবং সরকারের বাইরে সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা উপলক্ষ্যে শনিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তবে তার মতে-সেনাবাহিনী, পুলিশ এবং র‌্যাবকে দিয়ে আনন্দ উৎসব করার আয়োজন করতে যাওয়াটা সবার ব্যর্থতা।

সবাই মিলে অত্যন্ত গৌরবপূর্ণ দুর্গাপূজা করতে পারার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর পেছনে আমাদের সহযোগিতা করেছে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, সরকারের কাছে যত রকমের শান্তিরক্ষা বাহিনী ছিল সবাই। সবাই আন্তরিকভাবে কাজ করেছে। এটা কঠিন কাজ, সহজ নয়। এই কঠিন কাজটি অত্যন্ত নিখুঁতভাবে সমাধান করতে পেরেছে। সবাই মিলে কাজ করলে যে সফলতা পাওয়া যায় সেটা তারা প্রমাণ করেছে। তারা কষ্ট করার কারণে আমরা ছুটি উপভোগ করতে পারছি।
তাদের ধন্যবাদ জানাই। ড. মুহাম্মদ ইউনূস বলেন, নিজেদের মনে করিয়ে দিই সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবকে দিয়ে আনন্দ, উৎসব করার আয়োজন করতে যাওয়াটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতাকে আমরা গ্রহণ করেছি। আমরা সমাজটাকে এমনভাবে গড়ে তুলতে পারিনি, কোনো জায়গায় একটা অংশ আনন্দ-উৎসব করবে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে নিয়ে আনন্দ উৎসব করব। এ রকম সমাজকে নিয়ে আমরা কী করব। এ রকম সমাজ কি আমরা চাই। আমরা এ রকম সমাজ চাই না। তিনি বলেন, সমাজের যে কোনো অংশ উৎসব করবে, আমরা সবাই মিলে সেখানে শরিক হবো, তারা যেন নির্বিঘ্নে, আনন্দসহকারে উৎসব করতে পারে, তারা নিজেরা এই আনন্দে অংশ নেবে, এটাই তো হওয়ার কথা।
কিন্তু আমরা ওটা করতে পারছি না। এটা করতে পারছি না বলেই আমাদের ছাত্র-জনতা, শ্রমিক এরা অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন নিয়ে আজ আমাদের সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, এই যে আমরা আপনাদের শান্তি-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে উৎসবের সুযোগ করে দিলাম। এটা যেন ভবিষ্যতে আর কখনো করতে না হয়, সেজন্য আমরা একযোগে কাজ করব। আমরা এমন এক বাংলাদেশ তৈরি করতে চাই, যে বাংলাদেশে যারা এই দেশের নাগরিক, তাদের সবার সমান অধিকার-এটা আমরা নিশ্চিত করছি।

এদিকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, পূজার নিরাপত্তায় এবার ঢাকাসহ সারা দেশে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর টহল এবং আইপি ক্যামেরার মাধ্যমে ইউএনও অফিস এবং থানা থেকে সামগ্রিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। এছাড়া সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য জরুরি সেবা নম্বর ‘৯৯৯’ রয়েছে। সেখানে পূজা চলাকালীন বিশেষ টিম কাজ করছে। বিশেষ নজরদারির জন্য পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার টহল রয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে একটি টাস্কফোর্স।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৯

▎সর্বশেষ

ad