
আন্তর্জাতিক ডেস্ক : লেবানন ও সিরিয়ায় হামলা এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির কমান্ডারদের হত্যার জবাবে গত ১ অক্টোবর ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপরই প্রতিশোধের হুঙ্কার দেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) মন্ত্রিসভা বৈঠক ডাকা হয়। কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু যেমন পারমাণবিক স্থাপনা, তেল উৎপাদন কেন্দ্র, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, অস্ত্র গুদাম ও ইরানি নেতাদের ওপর হামলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।
এর আগে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের প্রতিশোধমূলক হামলার বিষয়ে ইরানের জনগণ ও এর স্বার্থ রক্ষায় ‘কোনও রেডলাইন’ বিবেচনায় নেয়া হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে তিনি লেখেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে যদিও আমরা এই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা রুখে দিতে ব্যাপক চেষ্টা করেছি, তবে এখন আমি স্পষ্টভাবে বলছি, আমাদের জনগণ ও স্বার্থরক্ষায় আমরা কোনও রেডলাইন মানবো না।’
কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫৩