ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

ফ্ল্যাট উইকেটে যত খেলব, তত ভালো বুঝব: হৃদয়

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১০:৫১:১৯ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজটা ভুলে যেতেই চাইবে বাংলাদেশ। টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হয়েছে তারা। বিশ ওভারের ক্রিকেটে তেমন একটা প্রতিরোধও গড়তে পারেনি বাংলাদেশ। শেষ ম্যাচে তো রেকর্ড ২৯৭ রান করে ভারত। ওই রান তাড়ায় নেমে ১৩৩ রানে হেরেছে বাংলাদেশ। এসব উইকেটে খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই দলের। এটিকে সামনে এনে তাওহীদ হৃদয় বলছেন, যত বেশি খেলবেন তত ভালো বুঝতে পারবেন তারা।  

তিনি বলেন, ‘আমাদের মান যে খুব নিচে তা বলব না। আমরা তো বড় দলের সঙ্গে খেলেছি। ভারত শক্তিশালী দল। ওদের হোমে খেলা। ওদের সবকিছু ভালো। স্কিলের দিক থেকেও ওরা এগিয়ে আছে। আমরা যে খুব পিছিয়ে আছি তা বলব না। আমরা ফ্ল্যাট উইকেটে কীভাবে খেলতে পারব, সেটা যত খেলব, তত ভালো বুঝব। ’ভারতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধোনা করেছেন ভারতীয় বোলাররা। ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। ম্যাচের পর বোলাররা ভালো করতে পারেননি, এমন ভাবনা জানিয়েছেন তিনি।  

হৃদয় বলেন, ‘সত্যি কথা বলতে, খুবই ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ভালো বোলিং করিনি। আমরা কিছু জায়গায় উন্নতি করতে পারি। আশা করি আমরা সেটা করতে পারব। আমরা তো বল ভালো করিনি। শুধু বল না, ব্যাটিংও ভালো করিনি পুরো সিরিজে। আমাদের কিছু জায়গায় ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। ওরা (ভারত) অনেক ভালো ব্যাটিং করেছে। আমরা আরও ভালো করতে পারতাম। ’

‘দেখুন, প্রতিটা দলেই টপ অর্ডার থেকে রান হয়। সেখানে রান এলে ইনিংস বড় হয় স্বাভাবিকভাবেই। টপ ফোর থেকে যদি বড় রান আসে, তাহলে রান ১৮০ হয়। আমাদের সবকিছু মিলিয়ে অনেক জায়গা আছে উন্নতির। এই সিরিজে আমাদের জন্য অনেক কিছু শেখার আছে। আশা করি সেটা করতে পারব। ’

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad