
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের উত্তর গাজার বাসিন্দাদের তাদের ঘরবাড়ি ছেড়ে দক্ষিণের দিকে যাওয়ার জন্য নতুন নির্দেশ জারি করেছে ইসরাইলি সেনাবাহিনী। শনিবার এ নির্দেশনা জারি করা হয়েছে।
শনিবারের এই নির্দেশটি গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ইসরাইলের ক্রমবর্ধমান বিমান হামলা এবং স্থল অভিযান বৃদ্ধির পর জারি করা হয়েছে। গত বছরের ৭ অক্টোবর হামাসের সীমান্ত পার হয়ে ইসরাইলি ঘাঁটিতে হামলার প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় আক্রমণ শুরু করে। যা এখনও অব্যাহত।
গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, চলমান এই হামলায় এখন পর্যন্ত ৪২,১৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে আরও প্রায় এক লাখ মানুষ।
ইসরাইলি হামলায় গাজার প্রায় সমগ্র জনসংখ্যা তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এছাড়া চলমান অবরোধের ফলে সেখানে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে।
গাজায় এমন কর্মকাণ্ডের জন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/রাত ৮:২০