ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

দৌলতপুর সীমান্তে ভারতে পালানোর সময় বিজিবি’র অভিযানে ৩ শীর্ষ সন্ত্রাসী আটক

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০৫:১৪:৪০ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় ৩ জন শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটক সন্ত্রাসীরা নাটোর জেলার সদর উপজেলার চক বৈদ্যনাথতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৩২)।

বিজিবি সূত্র জানায়, কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আতারপাড়া গ্রামের মো. আকবর আলীর বাড়িতে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত পালানোর উদ্দেশ্যে ৩ জন বাংলাদেশী শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে উদয়নগর বিওপি’র টহল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনে ছাত্রর্দের ওপর হামলার মামলাসহ ৪টি হত্যা, ৫টি নাশকতা ও ১১টি সন্ত্রাসী মামলা রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান পিএসসি জানিয়েছেন।

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:১২

▎সর্বশেষ

ad