ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

আশুলিয়ায় মাদকসেবীর হামলা; আহত-২

Ayesha Siddika | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ - ০২:১৪:৪৫ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মাদকসেবীর হামলায় এক আনসার সদস্য সহ আহত হয়েছে দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয় জনকল্যাণ মেডিক্যাল হলে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগীর কাছ থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়। এরআগে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।  
আহতরা হলেন, আশুলিয়ার গোহাইলবাড়ি এলাকার মৃত প্রাণ নাথ মন্ডলের ছেলে কান্দু মন্ডল (৬০) এবং তার ছেলে আনসার সদস্য হৃদয় মন্ডল (২৮)। অভিযুক্ত প্রভাবশালী ওবায়দুর রহমান আশুলিয়ার কোনাপাড়া কলাবাগান এলাকার মৃত মোবারক আলী মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, রাত সাড়ে নয়টার দিকে আনসার সদস্য হৃদয় তার এক বন্ধুকে অটো গাড়িতে উঠিয়ে দিতে রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময়  কোনাপাড়া কলাবাগান এলাকার ওবায়দুর রহমান ও অজ্ঞাতনামা আরো তিন জন মদ খেয়ে তাকে (হৃদয়)কে বকাবকি করতে থাকে। এক পর্যায়ে হৃদয়কে জোরপূর্বক পাশের একটি খালি জায়গায় নিয়ে গিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে।
বিষয়টি জানতে পারে তার (হৃদয়) এর বাবা কান্দু মন্ডল ছেলেকে বাচাতে ছু্ঁটে আসলে তাকেও মারধর করে। একপর্যায়ে মাদকসেবীরা তার (কান্দু মন্ডল) এর মাথায় কাঠের বস্তুু দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। এসময় আহতদের উদ্ধার করে গোহাইলবাড়ি বাজারে জনকল্যাণ মেডিক্যাল হলে নিয়ে চিকিৎসা দেন। আহত কান্দু মন্ডলের মাথায় ৫টি শেলাই করতে হয়েছে।
আহত আনসার সদস্য হৃদয় জানান, হামলাকারীরা ৪/৫ জন ছিল। তবে তিনি শুধু একজনকে চিনেন। সে প্রভাবশালী  ওবায়দুর। বার বার নিষেধ করা সত্ত্বেও তারা তাকে ও তার বাবাকে মারধর করে।  এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাদের আশ্বাসে রাতে থানায় অভিযোগ করেননি। তবে ন্যায্য বিচার না পেলে তারা থানায় অভিযোগ করবেন বলেও জনান তিনি।
অভিযুক্ত ওবায়দুর রহমান বলেন, ওটা পোলাপানে গ্যানজাম করেছিলো, রাতে পোলাপান নিয়ে বসা হয়েছিলো এবং তা সমাধান করে দেওয়া হয়েছে। এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী’র সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

 

কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ২:১৪

▎সর্বশেষ

ad