
ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঢাকা সিলেট হাইওয়ে রোডের শ্যামলীঘাট থেকে চান্দুরা বাজারে যাওয়ার এক কিলোমিটার রাস্তা খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে।
রাস্তাটি ২০১৭-১৮ অর্থবছরে নির্মিত হলেও আর রক্ষণাবেক্ষণ করা হয়নি। নির্মাণের ৭-৮ মাস পর থেকে ভাঙনের সৃষ্টি হয়ে আস্তে আস্তে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জালালপুর গ্রামের রেনু মিয়া জানান, রাস্তা ভাঙার কারণে গাড়ি চলে না।
প্রতিদিন এই রাস্তা দিয়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। আমরা কষ্ট করে চলাচল করতে পারলেও রোগীদের অবস্থা করুণ। উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া জানান, রাস্তাটা সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
কিউটিভি/আয়শা/১০ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৩