
ডেস্ক নিউজ : রোববার (৬ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারে র্যাবের ভূমিকা জানতে চাইলে মুনীম ফেরদৌস বলেন, ৫ আগস্টের পরে এখন পর্যন্ত র্যাব এক হাজার ৭০ জনকে গ্রেফতার করেছে। এরমধ্যে বিগত সরকারের উচ্চপর্যায়ের ৩৯ জন। পাশাপাশি অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, নেতৃস্থানীয় রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চপর্যায়ের অনেককেই আটক করা হচ্ছে। এ ছাড়া আমরা বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছি। র্যাব কোনো তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেবে। ওবায়দুল কাদের, নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের গ্রেফতারের বিষয়ে র্যাবের অগ্রগতি জানতে চাইলে মুনীম ফেরদৌস বলেন, তাদের বিষয়ে র্যাব কাজ করছে। তথ্য পেলেই গ্রেফতার করা হবে।
এ সময় জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর র্যাব প্রাণঘাতী গুলি ব্যবহার দাবি করে তিনি বলেন, ছাত্র-জনতার ওপর র্যাব কখনোই মারণাস্ত্রের গুলি ব্যবহার করেনি। ৫ অগাস্ট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে র্যাবের কোনো সদস্যই পালিয়ে যায়নি, কর্মবিরতিতেও যায়নি। আমাদের কোনো সমস্যা ছিল না। র্যাব সব সময় সাধারণ মানুষের পাশে আছে।
কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৩০