
ডেস্ক নিউজ : ইসরাইল ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ) এর বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগে তদন্ত করার ঘোষণা দিয়েছে ফিফা। গত মে মাসে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) ফিফার নিয়ম লঙ্ঘনের জন্য ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘ফিফা কাউন্সিল এই স্পর্শকাতর ব্যাপারটি নিয়ে স্বাধীন বিশেষজ্ঞদের সুপারিশ মেনে কাজ করছে। সেখানে চলমান সহিংসতাই বলে দেয়, সবকিছুর ওপরে আমাদের শান্তি প্রয়োজন। যা যা ঘটছে, সেসব নিয়ে আমরা খুব মর্মাহত। ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানাই। তাৎক্ষণিকভাবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাই।’
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি ফুটবল ফেডারেশনের সভাপতি জিব্রিল রাজউব ফিলিস্তিনির ভূখণ্ডে ইসরাইলের ফুটবল ক্লাব পরিচালনা ফিফার নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। রাজউব ফিফাকে ‘ইতিহাসের ডানদিকে দাঁড়ানোর’ আহ্বান জানিয়ে বলেছেন, ২৫০ এর বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ গাজায় নিহত হয়েছে। যাদের বেশিরভাগই ফুটবল খেলোয়াড়। একইসঙ্গে ইসরাইলি হামলায় কয়েকটি ফুটবল স্টেডিয়াম ধ্বংস হয়ে গেছে।
ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতি সংহতি জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। এদিকে বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতিসংঘের ওয়েবসাইটে সংস্থাটির বিশেষজ্ঞ দল এক বিবৃতিতে জানিয়েছে, দখল করা পশ্চিম তীরে ইসরাইলের আটটি ক্লাব আছে। তারা নিজেদের কয়েকটি ‘হোম ম্যাচ’ও খেলেছে সেখানে। জাতিসংঘের মতে, ফিলিস্তিনের মাটিতে ইসরাইলের অবৈধ উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে ফিফাকে জিরো টলারেন্স নীতি গ্রহণের পরামর্শও দিয়েছে জাতিসংঘ।
কিউটিভি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:১২