ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

আশুলিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ 

Ayesha Siddika | আপডেট: ০৫ অক্টোবর ২০২৪ - ০২:১২:১৮ পিএম
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় একটি কুচক্রী মহল এ অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন ওই বিএনপি নেতা। শনিবার বেলা ১১টার দিকে আশুলিয়ার গাজীরচট আড়িয়ারামোড় এলাকায় তাঁর ব্যক্তিগত অফিসে গণমাধ্যম কর্মীদের কাছে এ অভিযোগ করেন বিএনপি নেতা আবুল হোসাইন মুন্সী।
আবুল হোসাইন মুন্সী ঢাকা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আশুলিয়া থানার দক্ষিণ গাজিরচট মুন্সীপাড়া এলাকার হাজ্বী মোঃ জেহের আলী মুন্সী’র ছেলে। তিনি জানান, ২০০১ সাল থেকে বিএনপি’র অংগসংগঠন ছাত্রদলের সাথে যুক্ত হন। পরে ২০০৩ সালে আশুলিয়ার  ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করতে থাকেন।
পরবর্তীতে ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং পরে আশুলিয়া থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থেকে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন এরপর তিনি ঢাকা জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ধামসোনা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন।
তিনি জানান, রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে থেকে অধ্যবদি সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীণ সময়ে বিভিন্ন অফিসে সরকার প্রধান ও শেখ মজিবুর রহমানের ছবি সাঁটানো ছিল। সেই হিসেবে অফিসে সামাজিক মিটিং, স্কুল ও ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তিনি। আর ওইসব অনুষ্ঠানের ছবি সংগ্রহ করে সম্প্রতি একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে।
এসব অপপ্রচারের নিন্দা জানান তিনি। তিনি আরো বলেন, বিএনপি রাজনীতি করার কারণে দীর্ঘদিন তিনি হামলা-মামলার শিকার হয়েছেন। দীর্ঘদিন কারাবরণ করেছেন। তা স্বত্তেও বিএনপি ও  জিয়া পরিবারের অনুগত থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে যে সব অপপ্রচার চালানো হচ্ছে তা দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানান বিএনপির এই নেতা। 
স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মী বলেন, আবুল মুন্সী দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী সরকারের সময়ে তিনি মামলা-হামলার শিকার হয়েছেন। এমন কি তাকে জেলেও যেতে হয়েছে, যা আশুলিয়াবাসী জানেন। তাকে নিয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এটা সম্পূর্ণ ঈর্ষান্বিত হয়ে করেছে। 

 

কিউটিভি/আয়শা/০৫ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০৪

▎সর্বশেষ

ad