স্পোর্টস ডস্কে : লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানোর রোনালদোর প্রায় দেড় যুগের আধিপত্য শেষে ব্যালন ডি’অরের লড়াইয়ে এবার নতুন মুখ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। আগামী ২৮ অক্টোবর প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে যোগ্য প্রার্থীর হাতে তুলে দেয়া হবে পুরস্কার।
তার আগে ৩০ জন প্রার্থীর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। তালিকায় আছেন ভিনিসিউস জুনিয়র, জুড বেলিংহ্যাম, রদ্রি, লাউতারো মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা।
এদের মধ্যে অবশ্য জোর গুঞ্জন ভিনিসিউস, বেলিংহ্যাম ও রদ্রিকে নিয়ে। রিয়াল মাদ্রিদের দুই তারকার সঙ্গে ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রির লড়াইটা হাড্ডাহাড্ডি হবে সেটা বলার অপেক্ষা রাখে না। ব্যক্তিগত পারফরম্যান্স আর ক্লাবের অর্জনের প্রায় কাছাকাছি ভিনিসিউস ও বেলিংহ্যাম। তবে দুই মাদ্রিদ সতীর্থের লড়াইয়ে কিছুটা এগিয়ে থাকবেন ভিনি।
সেক্ষেত্রে ভিনির সঙ্গে লড়াইটা হতে পারে রদ্রির। সিটির হয়ে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল, সঙ্গে স্পেনকে ইউরো জেতাতেও রেখেছেন দারুণ ভূমিকা। অন্যদিকে মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাসহ একাধিক শিরোপা জিতলেও জাতীয় দল ব্রাজিলের হয়ে গত মৌসুমে তেমন অর্জন নেই ভিনির।
অবশ্য লা লিগা সভাপতি ব্যালন ডি’অর জয়ের পথে এগিয়ে রাখছেন ভিনিসিউসকে। তেবাস বলেন, ‘ব্যালন ডি’অর ভিনিসিউসের প্রাপ্য। কারণ সে অন্য খেলোয়াড়দের চেয়ে আলাদা। গত দুই বছরের চেষ্টায় সে এ জায়গায় এসেছে।’ব্রাজিলিয়ান তারকার প্রতি আস্থা রেখে তেবাস আরও জানিয়েছেন, যদি ২০২৪ সালের ব্যালন ডি’অর না জেতেন, তাহলে পরের বছর হলেও জিতবেন। তিনি বলেন, ‘যদি এ বছর না জেতে তাহলে পরের বছর জিতবে। সে এটা জিতবেই।’
২০২৩-২৪ মৌসুমে ২৬ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট আছে ভিনিসিউসের নামের পাশে। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ শিরোপা।
কিউটিভি/আয়শা/১৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০