
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ার নরসিংহপুর এলাকায় চলমান নৈরাজ্য, বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে রক্ষায় আয়োজিত শ্রমিক জনতার সমাবেশকে সফল করতে ঢাকা জেলা সাবেক ছাত্রদল নেতা ও থানা যুবদল নেতার নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা।
বুধবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় আয়োজিত এই শ্রমিক জনতার সমাবেশস্থলে যোগ দেন তারা। এদিকে ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান বিকাশের নেতৃত্বে সাবেক ছাত্রদল নেতা মোঃ রিপন শিকদার সহ কয়েক হাজার নেতাকর্মী সমাবেশস্থলে যোগ দেন।
কিউটিভি/অনিমা/১২ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮





