
ডেস্ক নিউজ : বুধবার (২৮ আগস্ট) পেট্রোবাংলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও অধিদফতরের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘দেশের মানুষ যাতে কম দামে তেল কিনতে পারে, সেটি মাথায় রেখে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম নির্ধারণের কথা ভাবা হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হবে।’
এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার জানান, সিএনজি ক্ষেত্রে সরকার নির্ধারিত দামের চেয়ে যারা বেশি রাখছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
দেশের মানুষ সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এই সরকার বানে ভেসে আসা কোনো সরকার না। জনগণ আমাদের সঙ্গে আছে। সরকারকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। যত দাবি-দাওয়া আছে, সবই পূরণ করা হবে। ১৬ বছরের যে বৈষম্য, বঞ্চনা এটা কি ১৫ দিনে দূর করা সম্ভব? আমাদেরকে অন্তত ১৬ মাস সময় দিন।’
কিউটিভি/আয়শা/২৮ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:২৫






