
ডেস্ক নিউজ : সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিলামে চলতি বছর ২০ জুন ইস্যু করা এবং ২০৩৪ সালের ২০ জুন নাগাদ মেয়াদ থাকা ১০ বছর মেয়াদি ২ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের বন্ড রি-ইস্যু করা হবে।
ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইস ভিত্তিক হবে। নিলামে কেবল সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগপ্রাপ্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ বিড দাখিল করতে পারবে বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
তবে নিজস্ব খাতে বা তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য এমন অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও প্রাইমারি ডিলারের মাধ্যমে অকশনে বিড দাখিল করতে পারবে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআই এর মাধ্যমে বিড দাখিল করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কিউটিভি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৪






