মেলবোর্নের মিলডোরায় পিঠা উৎসব

Ayesha Siddika | আপডেট: ১১ আগস্ট ২০২৪ - ০৬:০৭:১০ পিএম

ডেস্ক নিউজ : মেলবোর্নের মিলডোরা‘র ৩২ ডার্লিংটন প্যারেডে স্থানীয় বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়। শনিবার দুপুরে জনি এবং শিপার সার্বিক তত্ত্বাবধানে ও রুম্মানের সাবলীল উপস্থাপনা এবং গান পিঠা উৎসবকে দিনভর মাতিয়ে রেখেছিল। পাশাপাশি মজার স্মৃতিচারণে অংশ নেন শামসুন, মান্নান, সানি, পিয়া, মুসা, তন্মি, সুমন, ইমরান প্রমূখ।

কলকাতার বাঙালি ডা. মৌ’র সুরেলা কণ্ঠের গান উৎসবে ভিন্ন মাত্রা যোগ করে। আয়োজকরা জানান, এই পিঠা উৎসব মিলডোরাবাসী বাঙালি পরিবারগুলোর পারস্পরিক সম্পর্কের বন্ধনকে আরো দৃঢ় করেছে। পিঠা উৎসবে ড্রেস কোড ছিলো ছেলেদের সবুজ পাঞ্জাবি ও মেয়েদের কমলা রঙ এর জামা, শাড়ি। 

 

কিউটিভি/আয়শা/১১ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad