
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে চূড়ান্ত অনুমোদন পেয়েছেন ৭৮ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর এবার ট্রাম্পের নির্বাচনি প্রচারে নেমেছেন ১৭ বছর বয়সি এক কিশোরী। তার নাম কাই ট্রাম্প। যিনি ট্রাম্পের নাতনি।
দলীয় সম্মেলনে উপস্থিত প্রতিনিধি এবং দেশজুড়ে টেলিভিশন দর্শকদের সামনে কাই বলেন, ‘আজ আমি আমার দাদার কথা আপনাদের জানাব, যে দিকটা মানুষ খুব একটা দেখতে পায় না।’কাই জানিয়েছেন, তার দাদা তার বন্ধুর মতোই। তার দাবি গণমাধ্যম তার দাদা সম্পর্কে যা নেতিবাচক খবর প্রচার করে তা পুরোপুরি ঠিক নয়।
কাই আরো বলেন, ‘আমার জন্য তিনি আর সব দাদার মতোই। বাবা-মায়ের চোখ এড়িয়ে তিনি আমাকে ক্যান্ডি ও সোডা খেতে দেন। তিনি সব সময় আমরা স্কুলে কেমন করছি, সেটা জানতে চান। আমি যখন স্কুলে খুব ভালো ফলাফল করি, তিনি তাঁর বন্ধুদের কাছে সেই গল্প করেন। তিনি আমার জন্য কতটা গর্বিত, সেটাও বলেন।’
‘দাদা, আপনি একজন অনুপ্রেরণাদায়ী মানুষ এবং আমি আপনাকে ভালোবাসি। গণমাধ্যম আমার দাদাকে অন্য মানুষ হিসেবে উপস্থাপন করে। কিন্তু আমি জানি, তিনি কেমন। তিনি খুবই ভালো মানুষ। তিনি সত্যিই এই দেশের ভালো চান এবং আমেরিকাকে আবারও মহান করার জন্য প্রতিটি দিন যুদ্ধ করে যাবেন।’
প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে হারিয়ে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এছাড়া সাম্প্রতিক সময়ে তার নির্বাচনে সভায় হামলার ঘটনায় চতুর্দিক থেকে সমর্থন পাচ্ছেন তিনি। এরইমধ্যে ওহাই অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্যও বেছে নিয়েছেন ট্রাম্প।
কিউটিভি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৪৮