
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি দায়বদ্ধতার কথা চিন্তা করে কাজ করার আহবান জানিয়েছেন গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি। মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সংরক্ষিত ভাইস চেয়ারম্যানের দায়িত্বগ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহবান জানান।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট মো. লোকমান হোসেন, নবনির্বাচিত চেয়ারম্যান শাহাদত হোসেন শোভন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল বারী মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে বৃক্ষ মেলার উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি জানান, বৃক্ষায়ণ না করলে বাড়ি করার অনুমতি দেওয়া হবে না। এ নির্দেশনা জেলা পর্যায়েও দেওয়া হবে। দেশকে বসবাস উপযোগি রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থলভাগ অনুযায়ি দেশে ২৫ শতাংশ বৃক্ষায়ণের কথা থাকলেও সেটি নেই বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু স্কয়ারে জেলা প্রশাসন ও বন বিভাগ সপ্তাহব্যাপি মেলার আয়োজন করেন। সকালে মন্ত্রী মেলার উদ্বোধন করেন।
বনবিভাগ ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী (৯-১৮ জুলাই) বৃক্ষ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, পৌরসভার মেয়র নায়ার কবির, বিভাগীয় বন কর্মকর্তা জি এম মাহমুদ কবির, সিভিল সার্জন ডা. মো. বেলায়েত হোসেন প্রমুখ। মেলার ৪০টির বেশি স্টল বসেছে।
কিউটিভি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:১৫