ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

অসুস্থতায় যে প্রতিদান মেলে মুমিনের

Ayesha Siddika | আপডেট: ২২ জুন ২০২৪ - ১০:৩১:২৬ পিএম

ডেস্ক নিউজ : নশ্বর এই পৃথিবী মুমিনের জন্য পরীক্ষাকেন্দ্র। এখানে মুমিনের জীবনে সুস্থতা-অসুস্থতা, সুখ-দুঃখ ও ভালো-মন্দ উভয়ই আছে। তবে মুমিনের জন্য জীবনের প্রতিটি মুহূর্তই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থতা যেমন আমলে উদ্যমী হওয়ার সুবর্ণ সুযোগ, তেমনি অসুস্থতাও বান্দার জন্য গুনাহ মাফের মাধ্যম।

তাই সুস্থতার মতো মুমিনের জীবনে অসুস্থতার নিয়ামতও অপরিসীম কল্যাণ বয়ে আনে। অসুস্থতার অপরিসীম কল্যাণের কিছু উদাহরণ—

অসুস্থতা গুনাহর কাফফারাস্বরূপ : মহানবী (সা.) বলেছেন, ‘সত্যের নিকটবর্তী থাকো এবং সরল-সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সব কিছুই তার গুনাহর কাফফারা হয়।’ (তিরমিজি, হাদিস : ৩০৩৮)

অসুস্থতা দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় : কখনো অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নত হয়।

অসুস্থতায় প্রকৃত মুমিনের পরিচয় মেলে : মাঝে মাঝে আল্লাহ তাআলা মুমিনকে বিভিন্ন দুঃখ-কষ্ট ও পেরেশানির মাধ্যমে পরীক্ষা করেন। আর এতে মুমিন বান্দার ঈমান আরো মজবুত হয় এবং আল্লাহর প্রিয়ভাজন হয়ে ওঠে। ইরশাদ হয়েছে, ‘এবং অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফল-ফসল বিনষ্টের মাধ্যমে।

বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তাআলা যখন তাঁর কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়ায় তাকে বিপদে নিক্ষেপ করেন। আর যখন তিনি তাঁর কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। (তিরমিজি, হাদিস : ২৩৯৬)

সুস্থাবস্থার আমলের অনুরূপ সওয়াব : মহানবী (সা.) বলেন, কোনো ব্যক্তি রোগাক্রান্ত হলে সেই অবস্থায় সে তার সুস্থাবস্থায় যেরূপ আমল করত সেরূপ সওয়াব তার জন্য লেখা হয়। (আদাবুল মুফরাদ, হাদিস : ৫০০)

অঙ্গ-প্রত্যঙ্গের জাকাত আদায় : আবু হুরায়রা (রা.) বলেন, ‘আমার কাছে জ্বরের চেয়ে প্রিয়তর কোনো রোগ নেই। তা আমার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গে প্রবেশ করে এবং আল্লাহ এর বিনিময়ে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে তার প্রাপ্য সওয়াব দান করেন।’ (আদাবুল মুফরাদ, হাদিস : ৫০৫)

মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার  নিয়ামত দান করুন। আমিন।

 

 

কিউটিভি/আয়শা/২২ জুন ২০২৪,/রাত ১০:২৮

▎সর্বশেষ

ad