ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

ঝালকাঠিত হত্যা মামলায় সাবেক ইউপি চয়ারম্যানসহ ৪ জনর যাবজ্জীবন

Ayesha Siddika | আপডেট: ১২ জুন ২০২৪ - ০৫:৩৬:০০ পিএম
ঝালকা‌ঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিত সাইদুল তালুকদার হত্যা মামলায় মাল্লারহাট ইউপি চয়ারম্যান কবির হাসন হাওলাদারসহ ৪ জনর যাবজ্জীবন কারাদ- দিয়ছন আদালত। এছাড়াও তাদর ১০ হাজার টাকা কর জরিমানা অনাদায় আরও ১ বছরর দন্ডাদশ দওয়া হয়। এ মামলায় অপর ১০ আসামিক বকসুর খালাস প্রদান করা হয়।

আজ বুধবার ঝালকাঠি জলা ও দায়রা জজ আদালতর বিচারক রহিবুল ইসলাম আসামিদর উপ¯িতিত এ রায় ঘাষণা করন। দ-প্রাপ্তরা হলন নলছিটি উপজলার মাল্লারহাট ইউনিয়নর সাবক চয়ারম্যান কবির হাসন ও তার ভাই দলায়ার হাসন হাওলাদার, ফারুক মল্লিক ও সাইদুল ইসলাম খান।

কবির হাসন ও দলায়ার হাসন দক্ষিণ কামদবপুর এলাকার সাবক এমএলএ মরহুম মাকিম হাওলাদারর পুত্র এবং ফারুক মল্লিক পশ্চিম কামদবপুর গ্রামর সুলতান মল্লিক ও সাইদুল ইসলাম খান মধ্য কামদবপুর গ্রামর মনিরুল খানর পুত্র। ২০১৯ সালর ২৩ মার্চ প্রকাশ্য দিবালাক দুপুর নাচনমহল ব্রিজর ঢাল বস কানবালা সাইদুলক কুপিয় নশংসভাব হত্যা করা হয়। পুলিশ অভিযাগপত্র উল্লখ করছ নিহত কানবালা সাইদুল একজন চিহ্নিত স¿াসী ছিল এবং একসময় সাবক চয়ারম্যান কবির হাসন হাওলাদারর সাথই কাজ করত।

কি স কবির হাসনর ছত্রছায়া থক চল আসার কারণ প্রতিহিংসার সূত্র ধরই এই হত্যার ঘটনা ঘট। আসামিদর  এই ঘটনায় নিহতর পিতা আব্দুল আজিজ তালুকদার বাদী হয় নলছিটি থানায় ১৩জনক আসামি কর মামলা দায়র কর। মামলায় সিআইবির পরিদর্শক ২০২০ সালর ২৮ মার্চ আদালত আসামিদর বিরুদ্ধ অভিযাগপত্র দায়র কর। আদালত ১৫জন সাক্ষীর স্বাক্ষর গ্রহণ কর। সরকার পক্ষ পিপি আব্দুল মানান রসুল ও আসামীপক্ষ নাসির উদ্দিন কবির মামলা পরিচালনা কর।

 

 

কিউটিভি/আয়শা/১২ জুন ২০২৪,/বিকাল ৫:১৮

▎সর্বশেষ

ad