ব্রেকিং নিউজ
ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ শহীদ সাইদের আত্মত্যাগ জাতি কখনই ভুলবে না-রিজভী কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ছাত্র আন্দোলনে হামলাকারী লিটন আকন্দ’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩

পুঁজিবাজারে সূচকের বড় পতন, লেনদেনেও মন্দা

Ayesha Siddika | আপডেট: ১০ জুন ২০২৪ - ০৫:৩৯:১২ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (১০ জুন) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ডিএসইতে সোমবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৫ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১০৫ দশমিক ৮৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২৩ দশমিক ৬৬ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১৭ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৮১১ দশমিক ৭৮ পয়েন্ট ও ১ হাজার ১০৩ দশমিক ৬৬ পয়েন্টে।

ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণও। এদিন লেনদেন হয়েছে ৩১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৩৯ কোটি ১২ লাখ টাকা। এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬টি কোম্পানির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমে সব সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ দশমিক ৩৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৯৬ দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৬৭৮ দশমিক ১১ পয়েন্টে ও ৮ হাজার ৮২৭ দশমিক ৮৯ পয়েন্টে।

আর সিএসই-৫০ সূচক ১১ দশমিক ৩৭ পয়েন্ট ও সিএসআই সূচক ১১ দশমিক ০০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১ দশমিক ০০৮ পয়েন্টে ও ৯৫৭ দশমিক ৬৭ পয়েন্টে। আর ৮৯ দশমিক ১৮ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১১ হাজার ২৯৪ দশমিক ১৯ পয়েন্টে।
 
সিএসইতে সোমবার কমেছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৮৪ কোটি ২৮ লাখ টাকা। সিএসইতে ২১৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২টির, কমেছে ১৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad