
স্পোর্টস ডেস্ক : নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল শ্রীলঙ্কাকে। নাসাউয়ের কঠিন পিচে লঙ্কানদের ৭৭ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নেয় তারা। ডাচরাও নিজেদের প্রথম ম্যাচে নেপালকে একই ব্যবধানে হারায়।
নেদারল্যান্ডসের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙেনি দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে যে একাদশ ছিল, সেই খেলোয়াড়দের নিয়েই নামছে মারক্রাম বাহিনী। পরিবর্তন নেই নেদারল্যান্ডসের দলেও, একই টিম নিয়ে নামছে তারা।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেন্ডরিকস, এইডেন মারক্রাম, ত্রিস্টান স্টাবস, হেইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিখ নর্কিয়া ও অটনেলি বার্টম্যান।
নেদারল্যান্ডস একাদশ
মাইকেল লেভিট, ম্যাক ও’দাউদ, ভিক্রমজিত সিং, সাইব্রান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ফন বিক, টিম প্রিঞ্জল, পল মিকিরেন ও ভিভিয়ান কিংমা।
কিউটিভি/আয়শা/০৮ জুন ২০২৪,/রাত ৯:৩৩