
ডেস্ক নিউজ : সোমবার (৩ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, গত এপ্রিলে যেটি ছিল ৯ দশমিক ৭৪ শতাংশ।
বছরের শুরুতে দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্য মূল্যস্ফীতি প্রতিমাসে বেড়েই চলেছে। মে মাসে সার্বিক খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। এপ্রিলে যেটি ছিল ১০ দশমিক ২২ শতাংশ।
এদিকে এপ্রিলে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩৪ শতাংশ থাকলেও মে মাসে সেটি কমে ৯ দশমিক ১৯ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়া মে মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৭৩ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩১ শতাংশ।
আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭২ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৮৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ০৩ শতাংশ।
কিউটিভি/আয়শা/০৩ জুন ২০২৪,/বিকাল ৫:১২






