প্রায় ৪৯ হাজার কোটি টাকার বাজার মূলধন হারালো ডিএসই

Ayesha Siddika | আপডেট: ২৪ মে ২০২৪ - ০১:০৬:০৯ পিএম

ডেস্ক নিউজ : পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৮ হাজার ৭৫৮ কোটি টাকা বা ৬.৯৫ শতাংশ। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৫৩ হাজার ৬৬ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল সাত লাখ এক হাজার ৮২৪ কোটি টাকা।

 
সূচকের বড় পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৭০ কোটি দুই লাখ টাকা; আগের সপ্তাহে যার পরিমাণ ছিল তিন হাজার ৮২১ কোটি ৪১ লাখ টাকা। লেনদেন কমেছে এক হাজার ৭৫১ কোটি ৩৯ লাখ টাকা। 
 
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩২.২৯ শতাংশ বা ২৪৬ কোটি ৭৮ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫১৭ কোটি ৫০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ৩৩৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক কমেছে ৩.৭৬ শতাংশ এবং সিএসসিএক্স সূচক কমেছে ৩.৮৬ শতাংশ। সূচক অবস্থান করছে যথাক্রমে ১৫৪০৩.৩৭ ও ৯২৬৪.৮৬ পয়েন্টে।

 
এছাড়া সিএসআই সূচক ৩.৭৭ শতাংশ, সিএসই-৩০ সূচক ৩.৩৭ শতাংশ ও সিএসই-৫০ সূচক ৩.৭৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১০০৬.৭৫, ১১৮০১.১৮ ও ১০৯১.০৯ পয়েন্টে।
 
সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫৮ কোটি ২২ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ১৫৫ কোটি আট লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ২১৩ কোটি ৩০ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ২৫২টির, আর অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর।

 

 

কিউটিভি/আয়শা/২৪ মে ২০২৪,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad