
ডেস্ক নিউজ : সোমবার (২০ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে সোমবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৯৩ দশমিক ৬৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৯ দশমিক ৫৫ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১০ দশমিক ৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৩৮ দশমিক ৮৮ পয়েন্ট ও ১ হাজার ১৮০ দশমিক ৭৬ পয়েন্টে।
তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৫৬১ কোটি ২১ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪০৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৫২ কোটি ৩ লাখ টাকা। এ ছাড়া রোববার ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮১টি কোম্পানির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা। এ ছাড়া তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, রুপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ইজেনারেশন, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ১৩২ দশমিক ১৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৭৯ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৬০৫ দশমিক ১৪ পয়েন্টে ও ৯ হাজার ৩৯৩ দশমিক ২৩ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৩ পয়েন্টে। এ ছাড়া সিএসআই সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৮০ দশমিক ৫২ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ১৮ দশমিক ৬৩ পয়েন্টে ও ১২ হাজার ২ দশমিক ৪৯ পয়েন্টে।
এদিকে সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৭০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৬১ কোটি ৭৬ লাখ টাকা।
সিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ১৬৬টির ও অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারদর।
কিউটিভি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৫৫






