সূচকের পতনে শেষ হলো এ সপ্তাহের পুঁজিবাজার, তবে ঊর্ধ্বমুখী লেনদেন

Ayesha Siddika | আপডেট: ১৬ মে ২০২৪ - ০৪:৪৮:২১ পিএম

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৬ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫১৭ দশমিক ৪১ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৭৩ দশমিক ৯৯ পয়েন্ট ও ১ হাজার ২১২ দশমিক ১৬ পয়েন্টে। তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৬৭৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫২৬ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৫০ কোটি ৪৬ লাখ টাকা।

এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২২টি কোম্পানির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এ ছাড়া তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ই-জেনারেশন লিমিটেড, নাভানা ফার্মাসিউটিক্যালস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, বীচ হ্যাচারি, প্রগতি লাইফ ইন্সুরেন্স, সোনালী আঁশ ও গোল্ডেন সন ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ৫৩ দশমিক ৬৮ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৩১ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৬ দশমিক ৫৩ পয়েন্টে ও ৯ হাজার ৬৩৭ দশমিক ৬৯ পয়েন্টে।

 
আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩৩ দশমিক ৯৮ পয়েন্টে। তবে সিএসআই সূচক শূন্য দশমিক ৩৪ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক শূন্য ৪৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৪৬ দশমিক ২৩ পয়েন্টে ও ১২ হাজার ২১৩ দশমিক ৯১ পয়েন্টে।
 
এদিকে, সিএসইতে বৃহস্পতিবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৮ লাখ টাকা।
 
সিএসইতে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad