মুসাফিরদের বিশ্বস্ত সঙ্গী হবে ‘হজ উমরাহ বিশ্বকোষ’

Ayesha Siddika | আপডেট: ০৯ মে ২০২৪ - ০৬:২৩:২১ পিএম

ডেস্ক নিউজ : হজ বা উমরাহর মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এ সফরকে বানাতে হবে একটি সমৃদ্ধ জ্ঞানের সফর। অন্যথায় হাত দিয়ে হয়তো হাজরে আসওয়াদ স্পর্শ করবেন, কিন্তু হৃদয় দিয়ে কিছু অনুভব করতে পারবেন না। জমজমের পানি আপনার গলা ঠান্ডা করবে কিন্তু অন্তরকে শীতল করবে না। কাবাঘর আপনার চোখকে তৃপ্ত করবে কিন্তু হৃদয়ে প্রশান্তি আনবে না।

লাখ লাখ টাকা ব্যয়ে আয়োজিত আপনার এই সফরকে আসমানি ও ঐতিহাসিক জ্ঞানের আলোয় আলোকিত করতেই সিয়ান পাবলিকেশন নিয়ে এসেছে ‘হজ-উমরাহ বিশ্বকোষ’। এই গ্রন্থে রয়েছে সূচনাকাল থেকে বর্তমান পর্যন্ত পবিত্র কাবাঘর ও মসজিদে নববীর নির্মাণ ও সম্প্রসারণের ইতিহাস এবং নির্মাণশৈলীর সচিত্র ধারাবর্ণনা।

রয়েছে মক্কা নগরী ও মদিনা মুনাওয়ারায় অবস্থিত সব পবিত্র ও বরকতময় স্থানের রঙিন মানচিত্র; ইতিহাস, ঐতিহ্য এবং সেসব স্থানের করণীয় বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা। আরও আছে যুগে যুগে পৃথিবীর নানা প্রান্ত থেকে হজ যাতায়াতের মানচিত্র, ঐতিহাসিক রুটম্যাপ এবং পর্যালোচনা; সাথে দেয়া হয়েছে হজ ও উমরাহ আদায়ের সংশ্লিষ্ট সব মাসআলার যথাযথ বর্ণনা।
 
আপনার কষ্টের টাকা ব্যয় করে আয়োজিত হজ-উমরাহর সফর হয়ে উঠুক সমৃদ্ধ ও শুদ্ধ; জ্ঞানের আলোয় আলোকিত। আপনার জীবন হয়ে উঠুক আল্লাহর রঙে রঞ্জিত, আল্লাহর রাসুলের সুন্নাহর অনুসরণে পরিচালিত। হজ-উমরাহ যাত্রী আপনার পরিচিত ও আপনজনদের জন্য ‘হজ-উমরা বিশ্বকোষ’ গ্রন্থটি হতে পারে শ্রেষ্ঠ উপহার।

হজ বা উমরায় যাওয়ার আগে যদি এই বইটি একবার পড়ে নেন, অথবা হজ-উমরার সফরে সঙ্গে রাখেন, তবে আপনার হজ বা উমরার এই সফরটি হবে জীবনকে বদলে দেয়ার মতো অভিজ্ঞতা!

বইটি কেন সংগ্রহ করবেন?

১. ‘হজ-উমরাহ বিশ্বকোষ’ বাংলাভাষায় প্রকাশিত হজ-উমরাহ সম্পর্কীত সবচাইতে পূর্ণাঙ্গ ও সমৃদ্ধ বই।
 
২. মক্কা-মদিনা, কাবা এবং মসজিদে নববির বিস্তারিত আলোচনা ইতিহাস-সচেতন পাঠকের ঐতিহাসিক তথ্যের রসনাকে তৃপ্ত করবে।
 
৩. বইটিতে প্রাসঙ্গিক রঙিন ছবি ও প্রয়োজনীয় মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আপনার সন্তানের অন্তরে হজ-উমরার ব্যাপারে কৌতুহল ও আগ্রহের সৃষ্টি করবে।
 
৪. বইটিতে হজ ও উমরাহ সংক্রান্ত বিস্তারিত বিধি-বিধান ও মাসায়েল আলোচিত হয়েছে, হাজিদের হজ ও উমরাহকে বিশুদ্ধভাবে সম্পাদনে সহযোগিতা করবে।
 
৫. বইটির পাঠ পাঠকের অন্তরে হজ-উমরাহ সম্পর্কে আবেগ ও ভালোবাসা সৃষ্টি করবে এবং দীর্ঘসময় হজ-উমরাহর প্রকৃত শিক্ষা এবং চেতনাকে পাঠকের অন্তরে জিইয়ে রাখবে।
 
৬. হজ-উমরাহর মুয়াল্লিমদের জন্য বইটি একটি নির্ভরযোগ্য গাইড বুক হিসেবে কাজ করবে। এ বিশ্বকোষটি লিখেছেন সামি ইবনু আবদুল্লাহ ইবনু আহমাদ ইবনু সালিহ আল-মাঘলুস। তিনি ১৩৮২ হিজরিতে আল-মুবাররাজ, আল-আহসা গভর্নরেটে জন্মগ্রহণ করেন। কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৪০৮ হিজরিতে ইতিহাসকে মেজর এবং ভূগোলকে মাইনর রেখে অনার্স করেন। ১৪১৯ হিজরি থেকে লেখার সময়ের আগ পর্যন্ত (২৫-১১-১৪৩৫ হিজরি) তিনি জামিউল মাঘলুস আল-মুবাররাজের ইমাম ও খতিব ছিলেন। অল্প বয়সেই তিনি পবিত্র কুরআন মুখস্থ করেন।

আল-কাসিম অঞ্চলে শিক্ষা মন্ত্রণালয় গৃহীত ব্যাপক পাঠ্যক্রম প্রকল্পের পাঠ্যপুস্তক প্রস্তুতকারী দলের সদস্য এবং পাঠ্যক্রম তত্ত্বাবধায়ক। তিনি সেই প্রকল্পের কারিগরি সহায়ক এবং একাডেমিক ডিজাইনের সুপারভাইজার ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক দেশগুলোতে আয়োজিত শহুরে ঐতিহ্যের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে তাকে মহামান্য প্রিন্স ফয়সাল ইবনু আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ আলে সৌদ (শিক্ষামন্ত্রী) নিযুক্ত করা হয় ‘পাঠ্যসূচিতে আমাদের ঐতিহ্যের বোঝাপড়া প্রবর্তনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা’ শিরোনামে একটি গবেষণাপত্র প্রস্তুত ও উপস্থাপন করার জন্য।

বইয়ের ফিচার
কালার: পুরো গ্রন্থটি চার কালারে ছাপা
কাগজ: ১০০ গ্রাম (GSM) ম্যাট পেপার
সাইজ: দৈর্ঘ্যে ১১.৯ ইঞ্চি, প্রস্থে ৮.৪ ইঞ্চি
কভার: হার্ডব্যাক জ্যাকেটসহ
পৃষ্ঠা সংখ্যা: ৪১৬ (সম্পূর্ণ সচিত্র)
MRP Price: 4000 ৳
Discount Price: 3000 ৳ (25% OFF)
ISBN: 978-984-98810-5-6
 
বইটি সংগ্রহ করা যাবে তিনটি উপায়ে:

১. ওয়েবসাইটে অর্ডার: https://seanpublication.com/hajj-umrah/

২. হোয়াটসঅ্যাপ/ফোন কলের মাধ্যমে: 01844218944
৩. সিয়ানের অফিসিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে: https://www.facebook.com/seanpublication

 

কিউটিভি/আয়শা/০৯ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২১

▎সর্বশেষ

ad