
ডেস্ক নিউজ : মঙ্গলবার (৭ মে) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে মঙ্গলবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২৫ দশমিক ২৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৪০ দশমিক ৩৭ পয়েন্ট ও ১ হাজার ২৫৫ দশমিক ০২ পয়েন্টে।
লেনদেনের শীর্ষে ছিল বেস্ট হোল্ডিংস। এ ছাড়া এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন সন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ওইমেক্স ইলেকট্রোড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং মিলস এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৪৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ২২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৩৯৬ দশমিক ৪১ পয়েন্টে ও ৯ হাজার ৮৭২ দশমিক ৮১ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৯ পয়েন্ট ও সিএসআই সূচক ৩ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ দশমিক ০৮ পয়েন্টে ও ১ হাজার ৭৫ দশমিক ৩১ পয়েন্টে। আর ৪৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ৫৩০ দশমিক ৫৩ পয়েন্টে।
তবে সিএসইতে মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১ কোটি ৩১ লাখ টাকা।
সিএসইতে ২৪৪ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১১টির, কমেছে ১১৩টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।
কিউটিভি/আয়শা/০৭ মে ২০২৪,/বিকাল ৫:৫০






