ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

ঘুরে দাঁড়ানোর পরদিনই ফের সূচকের পতনে পুঁজিবাজার

Ayesha Siddika | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ - ০৩:১৬:৫৮ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২৯ এপ্রিল) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে সোমবার কমেছে সব কটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৬ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৯ দশমিক ৬৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ৯৯৩ দশমিক ৯৯ পয়েন্ট ও ১ হাজার ২২১ দশমিক ৭৯ পয়েন্টে।
 
তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৬৬৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৪৮ লাখ টাকা।
 
এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৬টি কোম্পানির, কমেছে ২৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম।
 
লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। এ ছাড়া ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, মালেক স্পিনিং মিলস, আলিফ ইন্ডাস্ট্রিস, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ,  সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, কোহিনূর ক্যামিকেলস, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস ও বীচ হ্যাচারি ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সূচকের মান। সোমবার সার্বিক সূচক সিএএসপিআই ৬১ দশমিক ৪৬ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪১ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৯৩৮ দশমিক ০৫ পয়েন্টে ও ৯ হাজার ৫৯৪ দশমিক ৮৫ পয়েন্টে।

 
আর সিএসই-৫০ সূচক ৬ দশমিক ১৪ পয়েন্ট ও সিএসআই সূচক ৪ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩১ দশমিক ৭৪ পয়েন্টে ও ১ হাজার ৪৮ দশমিক ৩৯ পয়েন্টে। তবে ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ২৫৩ দশমিক ৭৪ পয়েন্টে।
 
তবে সিএসইতে সোমবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৫ কোটি ১৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৩৭ লাখ টাকা।
 
সিএসইতে ২২১ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/২৯ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:১৪

▎সর্বশেষ

ad