
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পুঁজিবাজারে চলতি সপ্তাহের শেষ কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
ডিএসইতে বৃহস্পতিবার কমেছে সব সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ দশমিক ৪৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১২ দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ৫ হাজার ৫১৮ দশমিক ৪৮ পয়েন্টে ও ১ হাজার ২১৭ দশমিক ২৭ পয়েন্টে। আবার ডিএস-৩০ সূচক ১০ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৭৪ দশমিক ৫০ পয়েন্টে।
এদিকে, ডিএসইতে এদিন লেনদেনের পরিমাণও কমেছে। এদিন লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৯১ কোটি ৩১ লাখ টাকা। এ ছাড়া বৃহস্পতিবার ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ৩০০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, আইটি কননালটেন্টস, কোহিনূর ক্যামিকেলস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মালেক স্পিনিং মিলস, ফার্মা এইড, বিচ হ্যাচারি ও বেস্ট হোল্ডিংস ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সব সূচকের মান। বৃহস্পতিবার সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪ দশমিক ৪৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১০০ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৮১৫ দশমিক ৭৫ পয়েন্টে ও ৯ হাজার ৫২১ দশমিক ৯২ পয়েন্টে।
আর সিএসই-৫০ সূচক ১৬ দশমিক ৪৬ পয়েন্ট ও সিএসআই সূচক ৭ দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২২ দশমিক ৬৪ পয়েন্টে ও ১ হাজার ৪০ দশমিক ২৭ পয়েন্টে। আর ২১৪ দশমিক ৬৯ পয়েন্ট কমেছে সিএসই-৩০ সূচকের মান। সূচকটি অবস্থান করছে ১২ হাজার ১১৮ দশমিক ৮০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১৩ কোটি ৩২ লাখ টাকা। সিএসইতে ২১৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ারদর।
কিউটিভি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৪০






