
ডেস্ক নিউজ : পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ০.৯৬ শতাংশ বা ৬ হাজার ৭৬৪ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৬১ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৭ লাখ ৬ হাজার ৩২৫ কোটি টাকা।
গত সপ্তাহের চেয়ে কমেছে ডিএসইর সবকটি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১৬৮.২১ পয়েন্ট বা ২.৯৬ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক কমেছে ২৯.২৯ পয়েন্ট বা ২.৩৫ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক কমেছে ১০.০৬ পয়েন্ট বা ০.৫১ শতাংশ।
তবে সূচকের নিম্নমুখী প্রবণতারপরও ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৭৬৪ কোটি ৯০ লাখ টাকা। আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯১২ কোটি ৮১ লাখ টাকা। লেনদেন বেড়েছে ৮৫২ কোটি ৯ লাখ টাকা।
এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১৫.৬৪ শতাংশ বা ৭৪ কোটি ৭৮ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫৫২ কোটি ৯৮ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ২০ লাখ টাকা টাকা।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৭টি কোম্পানির, কমেছে ৩২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে, সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২.৬৩ শতাংশ ও সিএসসিএক্স সূচক ২.৫০ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৮১৫.৭৫ পয়েন্ট ও ৯ হাজার ৫২১.৯২ পয়েন্ট। এছাড়া সিএসআই সূচক ২.৬৩ শতাংশ, সিএসই-৩০ সূচক ২.৬৮ শতাংশ ও সিএসই-৫০ সূচক ২.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৪০.২৭ পয়েন্টে, ১২ হাজার ১১৮.৯০ পয়েন্টে ও ১ হাজার ১২২.৬৫ পয়েন্টে।
তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৩২ কোটি ৯৮ লাখ টাকা। সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫৭ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৪৮ কোটি ৫৯ লাখ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ২৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার দর।
কিউটিভি/আয়শা/২৬ এপ্রিল ২০২৪,/দুপুর ২:৫০






