ব্রেকিং নিউজ
নিউইয়র্কে বিএনপির ৩ শাখা কমিটির ভোটাভুটির মাধ্যমে কাউন্সিল সম্পন্ন অভ্যন্তরীণ কারণে ভারতের পররাষ্ট্র সচিবের সফর স্থগিত : পররাষ্টমন্ত্রী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে ব্যারিস্টার খোকনকে অব্যাহতি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের অসাংগঠনিক তৎপরতায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তোলপাড় টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’ পেলেন কুড়িগ্রামের এসএম আব্রাহাম লিংকন বই মেলায় আসছে ‘বন্দিনী’ : জেল জীবনে ডা.সাবরিনা’র যত কাহিনী ড্যাফোডিল ইউনিভার্সিটির ফায়াজুন্নেসা চৌধুরী পেলেন ইউজিসি ফেলোশিপ বেড়েছে সবজি,গরুর মাংসের দাম নির্বাচনে অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র এখনো উদ্বিগ্ন

সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ - ০৪:১৩:৩৪ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ এপ্রিল) পুঁজিবাজারে চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

ডিএসইতে মঙ্গলবার কমেছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪ দশমিক ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭৪ দশমিক ০৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট ও ডিএসইএস সূচক ১ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ১২ দশমিক ৭০ পয়েন্ট ও ১ হাজার ২৬৪ দশমিক ০৬ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫৪০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১৭২ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া মঙ্গলবার ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল বিকন ফার্মাসিউটিক্যালস। এ ছাড়া তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম, ফু-ওয়াং সিরামিক, প্যারামাউন্ট টেক্সটাইল,  এশিয়াটিক ল্যাবরেটরিজ, উত্তরা ব্যাংক, ফু-ওয়াং ফুড,  শাইন পুকুর সিরামিকস, কোহিনূর ক্যামিকেলস, আলিফ ইন্ডাস্ট্রিস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন ও আলিফ ইন্ডাস্ট্রিজ ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
 

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন কমেছে সূচকের মান। মঙ্গলবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৩৮ দশমিক ১২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স সূচক শূন্য দশমিক ০১ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক শূন্য দশমিক ৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৯৪৫ দশমিক ২৮ পয়েন্টে ও ১ হাজার ১৭৩ দশমিক ০৩ পয়েন্টে।

 
তবে সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৫৯২ দশমিক ৮৮ পয়েন্টে। এছাড়া সিএসআই সূচক অবস্থান করছে ১ হাজার ৮২ দশমিক ১৩ পয়েন্টে। সূচক বেড়েছে শূন্য দশমিক ১৫ পয়েন্ট।
 
তবে সিএসইতে মঙ্গলবার বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১ কোটি ১০ লাখ টাকা।
 
সিএসইতে ২০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ৯০টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad