ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

ইরান-ইসরাইল সংঘাতে বাংলাদেশ ‘বিকল্প জ্বালানি খুঁজবে’

Ayesha Siddika | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ - ০৩:৩৩:১১ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও এসে পড়ছে।  ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে, যাতে কোনোভাবে সরবরাহ সংকট না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে সরকার।

ইসরাইল-ইরান সংঘাতে দেশের বাজার কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সংঘাতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। তবে এটি যাতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব না ফেলে, এখন থেকেই বিকল্প বাজার খোঁজা হবে। বৈশ্বিক অস্থিরতা নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ইসরাইলে হামলা চালিয়েছে। এবার ইসরাইল যদি ইরানে পাল্টা আক্রমণ করে, তাহলে অবস্থা আরও সংকটাপন্ন হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে যা যা বিশ্ব রাজনীতিতে ঘটছে, তার কম-বেশি প্রভাব দেশের বাজারেও পড়ছে। তবে সরকার যতটা সম্ভব প্রভাব এড়িয়ে দেশের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।

এদিকে, মঙ্গলবার ইসরাইল-ইরান সংঘাতের জেরে বিশ্ববাজারে জুন মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার (১৬ এপ্রিল) ৪৮ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৯০.৫৮ ডলার। আর মে মাসে সরবরাহ হতে যাওয়া ডব্লিউটিআই ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ঠেকেছে ৮৫.৯০ ডলারে। ইসরাইলে ইরানের হামলার পর গবেষণা সংস্থা ইয়ারদেনি রিসার্চ-এর প্রধান এড ইয়ারদেনি বলেন, সাম্প্রতিক এ সংঘাতের ঘটনায় ফের তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারে উঠে যেতে পারে, যেভাবে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর অপরিশোধিত জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি পেয়েছিল।

 

 

কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩০

▎সর্বশেষ

ad