
ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন প্রতিমন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিচ্ছে। এর প্রভাব বাংলাদেশেও এসে পড়ছে। ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাব যাতে দেশের বাজারে না পড়ে, যাতে কোনোভাবে সরবরাহ সংকট না হয়, সেদিকে সর্বোচ্চ নজর দিচ্ছে সরকার।
ইসরাইল-ইরান সংঘাতে দেশের বাজার কী ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সংঘাতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে। তবে এটি যাতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব না ফেলে, এখন থেকেই বিকল্প বাজার খোঁজা হবে। বৈশ্বিক অস্থিরতা নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ইরান ইসরাইলে হামলা চালিয়েছে। এবার ইসরাইল যদি ইরানে পাল্টা আক্রমণ করে, তাহলে অবস্থা আরও সংকটাপন্ন হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে যা যা বিশ্ব রাজনীতিতে ঘটছে, তার কম-বেশি প্রভাব দেশের বাজারেও পড়ছে। তবে সরকার যতটা সম্ভব প্রভাব এড়িয়ে দেশের বাজার স্থিতিশীল রাখার চেষ্টা করছে।
কিউটিভি/আয়শা/১৬ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৩০






