
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১১ এপ্রিল) এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে এতথ্য জানা যায়। প্রতিবেদনে উঠে আসে ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৮ শতাংশ। যা ২০২৪ সালে বেড়ে দাঁড়াবে ৬.১ শতাংশে এবং ক্রমান্বয়ে বেড়ে ২০২৫ সালে এই প্রবৃদ্ধি গিয়ে দাঁড়াবে ৬.৬ শতাংশে।
তবে উল্টো চিত্র ঘটবে মূল্যস্ফীতির ক্ষেত্রে। মূল্যস্ফীতি কমবে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। ২০২৩ সালে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ শতাংশ, যা কমে ২০২৪ সালে হবে ৮.৪ শতাংশ। পরবর্তী অর্থবছরে (২০২৪-২৫) এর পরিমাণ আরও কমে ৭ শতাংশে নামবে বলে জানায় এডিবি।
প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের পোশাক রফতানিকারকরা নিজস্ব সূতা এবং কাপড় ব্যবহারের কারণে ধীরে ধীরে দেশের স্থানীয় নিম্ন মানের পোশাকগুলোর চাহিদা এবং রফতানিও বাড়বে। এতে আরও ধারণা করা হয়, চলতি অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ৮.৪ শতাংশ হবে এবং মানুষের ব্যক্তিগত খরচও বৃদ্ধি পাবে।
চলতি অর্থবছরে ভারতের সর্বোচ্চ ৭ শতাংশের পরে দ্বিতীয় সর্বোচ্চ হিসেবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি।
কিউটিভি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৫৫






