
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ব্রেন্ট ক্রুডের দাম বৃহস্পতিবার ৪ সেন্ট বেড়ে প্রতি ব্যারেল দাঁড়িয়েছে ৯০ ডলার ৫২ সেন্টে। অপরদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ সেন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৬ ডলার ২৪ সেন্টে।
এর আগে বুধবার অপরিশোধিত তেলের দাম ১ শতাংশেরও বেশি বেড়ে যায়। ভূ-রাজনৈতিক উত্তেজনা ঘিরে সরবরাহ সংকট উদ্বেগের মুখে এ বছর বিশ্ববাজারে ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ ও ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৭ শতাংশ।
বাজার বিশ্লেষক ইয়েপ জুন রং বলেন, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। যার ফলে বিশ্ববাজারে বাড়ছে দাম।
কিউটিভি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/দুপুর ২:০০






