ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

জাকাতের টাকা জনকল্যাণমূলক কাজে ব্যয় করা যাবে?

Anima Rakhi | আপডেট: ০৩ এপ্রিল ২০২৪ - ০১:১৮:৫৯ পিএম

ডেস্ক নিউজ : জাকাত আল্লাহতায়ালার ফরজ বিধান। পবিত্র কুরআনে জাকাতকে সম্পদ বৃদ্ধিকারী ও সম্পদ পরিশুদ্ধকারী আখ্যা দেওয়া হয়েছে।

আল্লাহতায়ালা এরশাদ করেছেন, আপনি তাদের ধন-সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদের পবিত্র ও পরিশুদ্ধ করে দেবেন এবং তাদের জন্য দোয়া করুন। নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

জাকাত দিলে সম্পদ কমে না; বরং বৃদ্ধি পায়। সম্পদ পরিশুদ্ধ হয়ে ওঠে।  কিন্তু সম্পদের জাকাত আমরা কোথায় দেব?

আমরা চাইলেই যেখানে খুশি, সেখানে জাকাত দিতে পারি না। আল্লাহতায়ালা জাকাত প্রদানের ক্ষেত্রে কিছু নিয়মকানুন অনুসরণ করার আদেশ করেছেন। কিছু খাত বাতলে দিয়েছেন। আবার কিছু খাতে জাকাত প্রদান করতে নিষেধ করেছেন। 

জাকাতের টাকা দরিদ্রের হক। তাদের এ টাকার নিরঙ্কুশ মালিক বানিয়ে দেওয়া জরুরি। কাউকে মালিক না বানিয়ে জনকল্যাণমূলক খাতে খরচ করলে তা দ্বারা জাকাত আদায় হবে না।

তাই নির্দিষ্ট কাউকে মালিক না বানিয়ে মসজিদ নির্মাণ, সেতু নির্মাণ, নদী খনন, রাস্তা মেরামত, নলকূপ স্থাপন ইত্যাদি জনকল্যাণমূলক কাজে জাকাতের অর্থ ব্যয় করা যাবে না। 

এ ক্ষেত্রে জাকাত ছাড়া অন্য কোনো নফল দান করার ক্ষেত্রে কেন বাধা নেই। বরং তা সদকায়ে জারিয়ার মধ্যে গণ্য হবে। যার নেকি মৃত্যুর পরও কবরে পৌঁছতে থাকে।

সূত্র: সুরা বাকারা (২): ৬০; তাবয়িনুল হাকায়েক ২/১২০; তুহফাতুল ফুকাহা ১/৩০৭; আলমুহিতুল বুরহানি ৩/২১২
 
লেখক: শিক্ষক, আল আবরার ইসলামিক রিসার্চ সেন্টার, মনিরাজপুর, জামালপুর।
 

কিউটিভি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/দুপুর ১:১৬

▎সর্বশেষ

ad