
ডেস্ক নিউজ : বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এতে বলা হয়, ক্রিপ্টোকারেন্সির রমরমা এ যুগে নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ তৈরিতে নজর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো। অনেক ব্যাংক এরই মধ্যে কার্যক্রম শুরু করেও দিয়েছে। সেই রূপান্তরের সঙ্গে মানিয়ে নিতেই নতুন প্ল্যাটফর্ম আনার পরিকল্পনা করেছে সুইফট পেমেন্ট নেটওয়ার্ক। আগামী এক-দুই বছরের মধ্যেই চালু হবে নতুন এই প্ল্যাটফর্ম।
বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৯০ শতাংশ মুদ্রার ডিজিটাল সংস্করণ নিয়ে কাজ চলছে। বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দিকে সারাবিশ্বে আগ্রহ বাড়ছে। এমন পরিপ্রেক্ষিতে দেশগুলো পিছিয়ে থাকতে চায় না। মূলত প্রযুক্তিগত জটিলতার কারণে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি এখনও স্বয়ংসম্পূর্ণ রূপ নিতে পারেনি। তাই লেনদেনের পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতার কাজটি করতে চায় সুইফট।
সুইফটের উদ্ভাবন বিভাগের প্রধান নিক কেরিগান জানান, নতুন প্লাটফর্মের বিষয়ে ছয় মাসের ট্রায়াল সম্পন্ন হয়েছে। এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক ও সেটলমেন্ট প্লাটফর্মগুলোর ৩৮ সদস্যের একটি দল। এখন পর্যন্ত এটি ছিল সিবিডিসি ও টোকেনাইজড সম্পদ নিয়ে শীর্ষ প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে বৃহত্তম কোনো পর্যালোচনা।
কিউটিভি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৬:০৪






