
ডেস্ক নিউজ : লাল, হলুদ, বেগুনি, গোলাপী কিংবা নীল। নানান রঙের মিশেলে দেশীয় ঐতিহ্য আর নান্দনিক ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে রাজধানীর বিভিন্ন দেশী ফ্যাশন হাউজগুলোতে। ঐতিহ্য ও নিজস্ব স্বকীয়তায় তৈরি এসব পোশাক নজর কাড়ছে ক্রেতাদেরও।
বিদেশি পোশাককে পেছনে ফেলে এবার কদর বেড়েছে দেশি পোশাকের। ছেলেদের পাঞ্জাবি, শার্ট আর ফতুয়াতে এবং মেয়েদের ওয়ান পিস-থ্রিপিসে শোভা পাচ্ছে লতা-পাতার বাহারি নকশা। তবে গত বছরের তুলনায় দাম কিছুটা বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তারা বলেন, গত বছরের তুলনায় এবার পণ্যে বৈচিত্রতা এসেছে অনেক। তবে দামও চড়া।
উৎসব উপলক্ষে কোনো ছাড় না দেয়া ফ্যাশন হাউজগুলো বলছে, ছুটির দিনের বিক্রি প্রত্যাশা ছাড়ালেও অন্যদিনে থাকতে হয় ক্রেতার অপেক্ষায়। এদিকে, সব মিলিয়ে রোজার শেষ দিকে বিক্রি বাড়ার আশা ব্যবসায়ীদের।
কিউটিভি/আয়শা/২৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:১২






