ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

অবশেষে ঘুরল পুঁজিবাজারের চাকা

Ayesha Siddika | আপডেট: ২০ মার্চ ২০২৪ - ০২:৩২:০০ পিএম

ডেস্ক নিউজ : বুধবার (২০ মার্চ) পুঁজিবাজারে চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ডিএসইতে বুধবার বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৭২ দশমিক ৫৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ২ হাজার ৩২ দশমিক ২৮ পয়েন্ট ও ১ হাজার ২৭৭ দশমিক ৫৭ পয়েন্টে।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে ৪২২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। যেখানে গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ৪২ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া বুধবার ডিএসইতে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০৫টি কোম্পানির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন। এ ছাড়া ফু-ওয়াং সিরামিক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, গোল্ডেন সন, ওরিয়ন ফার্মা,  রবি আজিয়াটা লিমিটেড, বেস্ট হোল্ডিংস, লাফার্জহোলসিম, মালেক স্পিনিং মিলস্‌ ও মন্নো ফেব্রিক্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সব সূচকের মান। বুধবার সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ দশমিক ৪৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৬২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৭৬০ দশমিক ৪৫ পয়েন্টে ও ১০ হাজার ৬২ দশমিক ৫৯ পয়েন্টে।

আর ৫৩ দশমিক ৫৫ পয়েন্ট ও ৭ দশমিক ২১ পয়েন্ট বেড়েছে সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচকের মান। সূচক দুটি যথাক্রমে অবস্থান করছে ১২ হাজার ৭০৪ দশমিক ৯৬ পয়েন্টে ও ১ হাজার ১৮৯ দশমিক ১৬ পয়েন্টে। আর সিএসআই সূচক ৩ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৬ দশমিক ৮৯ পয়েন্টে।
 
সিএসইতে বুধবার বেড়েছে লেনদেনের পরিমাণও। লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। আর এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১ কোটি ৬ লাখ টাকা।
 
সিএসইতে ২০৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৫৮টির ও অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারদর।

 

 

কিউটিভি/আয়শা/২০ মার্চ ২০২৪,/দুপুর ২:২৮

▎সর্বশেষ

ad