ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

বন্যা নিয়ন্ত্রণে ৭৭৯ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

Ayesha Siddika | আপডেট: ১৩ মার্চ ২০২৪ - ০৪:০৮:২৫ পিএম

ডেস্ক নিউজ : গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭১ মিলিয়ন ডলার (৭৭৯ কোটি টাকা প্রায়) ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জেলা দুটির গ্রামীণ জনগোষ্ঠী যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের প্রস্তুতি ও স্থিতিস্থাপকতা জোরদার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই ঋণ অনুমোদন করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) এডিবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কার্যকরী অভিযোজন ব্যবস্থা গ্রহণ না করলে ২০৫০ সালের মধ্যে কৃষিতে মোট দেশজ উৎপাদনের ৩০ শতাংশ কমে যেতে পারে।

এডিবির জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুষ্কর শ্রীবাস্তব বলেন, এই অতিরিক্ত সহায়তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। নারী ও দুর্বল গোষ্ঠীর জন্য আয় এবং টেকসই জীবিকা বাড়াবে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের গ্রামীণ এলাকায় দারিদ্র্য হ্রাস করবে।

এই প্রকল্পের ফলে জলবায়ু-সহনশীল বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থা চালু হবে। এছাড়া লবণাক্ত পানির অনুপ্রবেশ কমবে। প্রকল্পটি ৬ লাখেরও বেশি লোককে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে। এডিবি আর্থিক প্রকল্প স্থানীয় মালিকানা বৃদ্ধি এবং টেকসইতা নিশ্চিত করতে অংশগ্রহণমূলক পানি সম্পদ ব্যবস্থাপনার প্রচার করবে।

প্রকল্পটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষমতাও তৈরি করবে যাতে পানি সম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সমন্বয় উন্নত করা যায়। এবং পানি ব্যবস্থাপনা সংস্থাগুলোর কার্যক্রম তদারকি করা যায় ও এর কার্যক্রমে জলবায়ু অভিযোজন একীভূত করা যায়।

এডিবি চরম দারিদ্র্য দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক, স্থিতিস্থাপক এবং টেকসই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad