বিজিএমইএর নতুন সভাপতিকে অভিনন্দন জানাল ফোরাম

Ayesha Siddika | আপডেট: ১২ মার্চ ২০২৪ - ০৭:৩৯:১৪ পিএম

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিএমইএ’র পরিচালক ও ফোরাম প্যানেলের দলনেতা ফয়সাল সামাদ মঙ্গলবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে ২০২৪-২০২৬ মেয়াদে নির্বাচিত সভাপতি এস এম মান্নানকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন। এ সময় বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দিনও উপস্থিত ছিলেন।

শনিবার (৯ মার্চ) সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনে পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার এস এম মান্নান কচি। নির্বাচনে ঢাকা-চট্টগ্রাম মিলে মোট ২ হাজার ৪৯৬ ভোটের মধ্যে পড়েছে ৮৯ দশমিক ১৮ শতাংশ ভোট। আগামী ৬ এপ্রিল সংগঠনটির নতুন পর্ষদকে দায়িত্ব বুঝিয়ে দেবে বর্তমান পর্ষদ।

 

 

কিউটিভি/আয়শা/১২ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:৩৫

▎সর্বশেষ

ad