
ডেস্ক নিউজ : নতুন সরকার গঠনের পর থেকেই নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দেয়া হচ্ছে। তবে বাস্তবায়ন দেখছেন না ভোক্তারা। সরকার রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দিলেও দাম কমার কোনো লক্ষণ নেই। কাজে দিচ্ছে না কোনো পদক্ষেপ।
দীর্ঘদিন ধরেই বেহাল দশা নিত্যপণ্যের বাজারে। সিন্ডিকেটের কাছে অসহায় সরকার, আর জিম্মি ক্রেতা। এমন অবস্থার মধ্যেই আসছে রমজান। পবিত্র এই মাসকে কেন্দ্র করে ভোক্তার পকেট কাটতে নড়েচড়ে বসেছে বাজার সিন্ডিকেটকারীরা- এমন অভিযোগ খোদ খুচরা বিক্রেতাদের।
এমনিতেই সাধারণ মানুষের সাধ্যের বাইরে অধিকাংশ পণ্যের দাম। দর বেঁধে দিলেও সেই দামে মিলছে না ভোজ্যতেল। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে চিনির দাম। বিক্রেতারা বলেন,
গত বছর ছোলা বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি। এবার বিক্রি করা হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা করে। কয়েক দিন আগেও চিনি ১৩৪ টাকা দরে কিনতে পেরেছি। এখন আমাদের কেনাই পড়ে ১৪০ টাকা কেজি।
খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে এমনিতেই বেশিরভাগ পণ্যের দাম। এমন অবস্থার মধ্যেই বাড়ানো হয়েছে, ছোলা, চিনি ও খেজুরের দাম। বছর ব্যবধানে পণ্যগুলোর দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। দাম বেঁধে দিলেও সেই দামে মিলছে না ভোজ্যতেল। এ অবস্থায় দিশেহারা ক্রেতার মিলছে না আয় ও বাজার খরচের হিসাব।
ক্রেতারা বলছেন, বাড়তি দামে হিমশিম খাওয়ার অবস্থা। বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় অনেক কম পণ্য কিনতে হচ্ছে। দাম একটু কম থাকলে ভালো হয়। এদিকে রমজানে চাহিদা বেড়ে যাওয়া শসা, লেবু ও বেগুনের দামও বাড়ছে লাগামহীনভাবে। শসা কেজিতে ৮০ থেকে ৯০, লেবু হালি ৫০ ও বেগুনের কেজি পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।
কিউটিভি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩৩






