ব্রেকিং নিউজ
কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায়

রমজানের আগেই বাড়তি দামে নাজেহাল ক্রেতা

Ayesha Siddika | আপডেট: ০৪ মার্চ ২০২৪ - ০৪:৩৩:৫৫ পিএম

ডেস্ক নিউজ : নতুন সরকার গঠনের পর থেকেই নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দেয়া হচ্ছে। তবে বাস্তবায়ন দেখছেন না ভোক্তারা। সরকার রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার আশ্বাস দিলেও দাম কমার কোনো লক্ষণ নেই। কাজে দিচ্ছে না কোনো পদক্ষেপ।

এমনিতেই সাধারণ মানুষের সাধ্যের বাইরে অধিকাংশ পণ্যের দাম। দর বেঁধে দিলেও সেই দামে মিলছে না ভোজ্যতেল। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাড়ানো হয়েছে চিনির দাম। বিক্রেতারা বলেন, 

গত বছর ছোলা বিক্রি হয়েছে ৭০ টাকা কেজি। এবার বিক্রি করা হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা করে। কয়েক দিন আগেও চিনি ১৩৪ টাকা দরে কিনতে পেরেছি। এখন আমাদের কেনাই পড়ে ১৪০ টাকা কেজি।

খেটে খাওয়া সাধারণ মানুষের নাগালের বাইরে এমনিতেই বেশিরভাগ পণ্যের দাম। এমন অবস্থার মধ্যেই বাড়ানো হয়েছে, ছোলা, চিনি ও খেজুরের দাম। বছর ব্যবধানে পণ্যগুলোর দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। দাম বেঁধে দিলেও সেই দামে মিলছে না ভোজ্যতেল। এ অবস্থায় দিশেহারা ক্রেতার মিলছে না আয় ও বাজার খরচের হিসাব।

ক্রেতারা বলছেন, বাড়তি দামে হিমশিম খাওয়ার অবস্থা। বাধ্য হয়ে প্রয়োজনের তুলনায় অনেক কম পণ্য কিনতে হচ্ছে। দাম একটু কম থাকলে ভালো হয়। এদিকে রমজানে চাহিদা বেড়ে যাওয়া শসা, লেবু ও বেগুনের দামও বাড়ছে লাগামহীনভাবে। শসা কেজিতে ৮০ থেকে ৯০, লেবু হালি ৫০ ও বেগুনের কেজি পাওয়া যাচ্ছে ৬০ থেকে ৭০ টাকা।

 

 

কিউটিভি/আয়শা/০৪ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad